04/21/2025 বসুন্দিয়ায় পুকুর থেকে গলায় রশি পেচানো যুবকের মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি।।
২১ জুন ২০২২ ২২:৫০
যশোরের সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের
খুলনা - যশোর মহাসড়কের
পার্শ্ববর্তী পদ্নবিলার জনৈক আঃ রাজ্জাকের পুকুর থেকে গলায়
রশি পেচানো রেজাউল করিম
(৪০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত রেজাউল রবিশাল গৌরনদী উপজেলার টরকিরচর এলাকার
ইউনুচ বয়াতির পুত্র।
মঙ্গলবার (২১ জুন) সকালে
স্থানীয়রা পুকুরে মৃতদেহটা ভাঁসতে দেখে পুলিশে খবর দিলে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও যশোর কোতোয়ালি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার
ইনচার্জ রুপন কুমার সরকার মৃতদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে বলেন এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।