04/21/2025 পটিয়ার কথা কচুয়াই বৃদ্ধ মহিলার জায়গা দখল নিতে মরিয়া সন্রাসীরা
এস এম আজাদ পটিয়া।।
১৭ জুন ২০২২ ১৮:০৯
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আমির ডিলারের বাড়িতে চলাচল রাস্তা বন্ধ করে নিরীহ বৃদ্ধ পঙ্গু ভিক্ষুক মহিলার পরিবারকে বসতভিটার জায়গা দখল নিতে
উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। এমনকি বৃদ্ধ মহিলার পরিবার কে উচ্ছেদ করতে মরিয়া সন্রাসীরা বিভিন্ন কৌশল নিয়েছে। এসংক্রান্ত বিষয় বিভিন্ন জায়গায় বিচারের আশায় প্রশাসনের ধারে ধারে ঘুরছে। উপায় না পেয়ে গত শনিবার সকালে পটিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভিক্ষুক ভুক্তভোগী পরিবারের লোকজন । বর্তমানে ঐ চক্রটি মোস্তাক মিঞার পরিবারকে অবরুদ্ধ করে রাখায় মানবেতর জীবনযাপন করছে। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে আরো জানান, পাশ্ববর্তী শাহ আলম, মো. আলম, বাচা মিয়া এলাকার চিহ্নিত জুলুমবাজ, ভূমিদস্যু। তারা আমার প্রতিবেশী হয়েও আমার পৈতৃক বসত ভিটা এমনকি চলাচলের রাস্তা দখল করে আমাদেরকে উচ্ছেদের পায়তারা করছেন। এ জের ধরে গত ৭ জুন সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের তফসিল ভুক্ত জায়গার উপর সীমানা প্রাচীর নির্মান করতে আসলে আমরা বাধা দিলে তারা আমাদেরকে মারতে তেড়ে আসেন। এ সংক্রান্ত পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে পটিয়া থানার ওসি রেজাউল করিম জানান। সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন বৃদ্ধা ছমনতাজ বেগম, আরব মিয়া, রাশেদ, ফরিদা বেগম, মনি বেগম,ইসমা আকতার ও মো. হাসান প্রমুখ।