04/20/2025 এবার কবি ও লেখক সাজ্জাদ হোসেন পাচ্ছেন ‘আলোকিত কবি’ সম্মাননা
বিশেষ প্রতিনিধি।।
১৬ জুন ২০২২ ১৫:৫৫
যশোর জেলার মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন এর কৃতি সন্তান কবি ও লেখক সাজ্জাদ হোসেন ‘"নতুনতারা" আন্তর্জাতিক সাহিত্য সংগঠন’ থেকে পাচ্ছেন ‘আলোকিত কবি’ সম্মাননা। আগামী ১৮ জুন ২০২২ইং, নবপল্লি কমিউনিটি সেন্টার, সোনাডাঙ্গা, খুলনায় “নতুনতারা’র ৩ য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘আলোকিত অতিথি’ হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি এ সম্মাননা গ্রহন করবেন বলে জানা গেছে । বিশেষ এক সাক্ষাৎকারে কবি সাজ্জাদ হোসনে বলেন আমাকে সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে। এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আগামীতে যেন পাঠক'দের জন্য আরো ভালো কিছু সাহিত্য উপহার দিতে পারেন। তিনি আরও বলেন এ সম্মাননা আমাকে আরও বেশি লেখালিখির আগ্রহ বাড়িয়ে দিবে।