04/20/2025 অভয়নগরে অধ্যক্ষ'র বিরুদ্ধে চেক প্রতারণার মামলা
কে এম আলী।।
১৩ জুন ২০২২ ১৭:৩৬
বিশেষ প্রতিনিধি।। অভয়নগর উপজেলার ধোপাদী এস এস কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তিনি ওই গ্রামের ইলিয়াস হোসেন নামে এক যুবকের কাছ থেকে ৯ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন।
এ ঘটনায় ইলিয়াস হোসেন প্রতারণার অভিযোগ এনে ওই অধ্যক্ষের নামে আদালতে মামলা হয়েছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী এস এস কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম একই গ্রামের মো: ইলিয়াস হোসেনের নিকট থেকে ১০/৮/২১ তারিখে ৯ লক্ষ টাকা ধার হিসাবে গ্রহণ করেন। ওই টাকা গ্রহণের সময় তিনি স্টাম্পে লিখিত চুক্তি করেন। টাকা পরিশোধের জন্য তিনি ইলিয়াস হোসেনকে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ৩০/১২/২১ তারিখে ৯ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। ওই চেক অদ্যাবধি ক্যাশ না হওয়ায় ইলিয়াস হোসেন যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অভয়নগর আদালতে চেক প্রতারণার মামলা দায়ের করেছেন।
ইলিয়াস হোসেন জানান, ‘ধোপাদী এস এস কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম আমার নিকট থেকে নগদ ৯ লক্ষ টাকা ধার নিয়ে তা পরিশোধ না করায় প্রতারণার মামলা করেছি। তাকে বারবার তাগিদ দিয়ে উকিল নোটিশ পাঠানোর পরও তিনি টাকা পরিশোধ না করায় মামলা করতে বাধ্য হয়েছি।’
ধোপাদী এস এস কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম বলেন “আমি এক টাকাও গ্রহণ করিনি। ইলিয়াস হোসেন কলেজের উন্নয়নের জন্য টাকা দিয়েছিলো। আপনারা পত্রিকায় লিখে আমার ক্ষতি করবেন না। আদালতে মামলা হয়েছে আদালত যে রায় দেবে তাই মেনে নেব।