04/21/2025 চিরিরবন্দরে হোটেল কর্মচারী ধলু'র আত্মহত্যা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
৭ জুন ২০২২ ০২:৪৩
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রমথ চন্দ্র রায় (ধলু) (৬০) নামে একজন হোটেল কর্মচারীর আত্মহত্যা।
পরিবার সুত্রে জানা যায়, রবিবার (৫ জুন) প্রতিদিনের ন্যায় রাতে হোটেলের কাজ থেকে ফিরে রাতের খাওয়ার পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখোঁজির পর না পেঁয়ে ঘুঁমিয়ে পরে।
সোমবার (৬ জুন) সকাল আনুমানিক ৬ ঘটিকায় প্রতিবেশী বাড়ির পাশে প্রকৃতির ডাঁকে সাঁড়া দিতে গিয়ে প্রমথ চন্দ্র রায় (ধলু) (৬০) কে বটগাছে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে গ্রামবাসী ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। প্রমথ চন্দ্র রায় (ধলু) (৬০) উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা (ভরত মেম্বার) পাড়ার মৃতঃ কান্দু রাম রায়ের পুত্র।
আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ।
চিরিরবন্দর থানার এস আই সফিউল ইসলাম জানান, শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে"।