04/20/2025 কবিতা- "আমার জন্মদিনে ভাঙছে বেলা" কবি- জুলেখা খাতুন
সাহিত্য ডেস্ক।।
৫ জুন ২০২২ ১৯:৫৯
সময় গুলো ফুরিয়ে যায়
এক পা দু পা করে,
পৃথিবীটা থমকে দাঁড়ায়
কঠিন কন্ঠস্বরে।
মায়ের গর্ভ হতে যবে
জন্ম নিলাম আমি,
সেদিন হতেই রিপুর ফাঁদে
হাঁটছি ভেবে দামি।
এমন করেই কুড়িটা বছর
কখন কেটে নিলো,
মন না জেনে শরীরে ভাঁজ
জগৎ জানান দিলো।
সবাই বলছে এটা নাকি
শুভ জন্মদিনে,
বলছি আমি তাঁহার দানে
ভরছি প্রাণে ঋণে।
কেমন করে সুধায় আমি
আমার পাপের বোঝা,
কেটে গেল যাচ্ছে চলে
হয়নি তবুও সোজা।
সবার দ্বারে প্রার্থনা মোর
ক্ষমা করে দিও,
বিধির কাছে আবদার করি
খবর আমার নিও।
লেখিকা:
জুলেখা খাতুন, বারাসাত, কলিকাতা, ভারত।
(জন্ম : ৬ জুন ২০০২)