04/20/2025 এম এম নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ
যশোর অফিস।।
৫ জুন ২০২২ ১৭:৩৪
ইউরোপ মহাদেশ আওয়ামী লীগের সভাপতি এম এম নজরুল ইসলাম কেশবপুরের সাগরদাড়ি মধুপল্লী পরিদর্শন করেছেন। শনিবার পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী ও স্পেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। পরে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা অতিথিদের নিয়ে কেশবপুর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। সাধারণ সম্পাদকের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন।