04/20/2025 মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নে নব গঠিত সেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
নূরুল হক, মনিরামপুর, যশোর।।
৩০ মে ২০২২ ০৫:৪০
মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নে নবগঠিত সেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হাজিরহাট বাজারের মন্দির চত্বরে নবগঠিত কমিটির সভাপতি নিত্য বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা। ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সেলিম রেজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগ নেতা স্বপন বিশ্বাস, প্রল্লাদ বিশ্বাস, প্রদীপ হালদার, নজরুল ইসলাম, আনসার আলী মাষ্টার, দিলীপ রায়, প্রনাব মেম্বরসহ প্রমুখ।
বক্তারা পরিচিতি সভার শুরুতেই দেশব্যাপী মৌলবাদের নাশকতামূলক কাজে নেতাকর্মীদের সচেতন থাকতে বিশেষভাবে আহ্বান জানানো হয়।
সভায় নবগঠিত সকল সম্পাদক ও সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে মুজীব আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌছে দেওয়ার আহ্বান জানান । নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং তা তৃণমূলে পৌছে দেওয়ার আহ্বান জানান ।