04/20/2025 মাগুরায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য আসর ও আলোচনা সভ
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
২৬ মে ২০২২ ১৭:৪৭
মাগুরার মহম্মদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় আবুল কালাম ফকিরের মৃত্যুতে ১ মিনিট শোক প্রকাশের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু করে কলমের সৈনিক সংসদ সংগঠন।
মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরের সামনে সবুজ ঘাসের উপরে এই সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত বক্তব্য দেন কলমের সৈনিক সংসদের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্যকার, কবি ও এমফিল গবেষক সালাহ্উদ্দীন আহমেদ মিল্টন।
মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদ'র আয়োজনে সংসদের উপদেষ্টা শেখ রেজাউল হক রিজুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যক্ষ (অব:) মোহাম্মদ মতিউর রহমান।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব:) আমিমুল হক, সংসদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ জিয়াউল হক, সহকারী অধ্যাপক কবি জাহাঙ্গীর কবির, কবি ও সাহিত্যিক রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক কবি শহিদুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ নিজামউদ্দিন এবং সহকারী শিক্ষক মাসুদ শরিফ।
কবিতা আবৃত্তি করেন কবি আব্দুল ওহাব, কবি ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুজ্জামান, কবি মতিউর রহমান এবং কবি লতিফুল খবির।
সঞ্চালনায় ছিলেন কলমের সৈনিক সংসদের সেক্রেটারী জেনারের সাংবাদিক ও কবি মুরাদ হোসেন।