04/20/2025 গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে ধরে পিটিয়ে আহত-৩ ওসমান গনি
মুন্সীগঞ্জ গজারিয়ায় প্রতিনিধি।।
২৫ মে ২০২২ ০৮:৫৯
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পূর্ব শত্রুতার জের ধরে মোঃ জাহিদুল ইসলাম তপু (২৭), দিপু (২৩) ও
রুবেল (২০) নামে তিন যুবক কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আহতরা হলেন, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মোঃ নুরুল হকের দুই ছেলে জাহিদুল ইসলাম তপু ও দিপু অপরজন একই গ্রামের মাহবুব আলমের ছেলে রুবেল।
অভিযোগ সুত্রে যানা যায়, মঙ্গলবার রাতে
মোঃ জাহিদুল ইসলাম তপু ভবেরচর বাস ষ্ট্যান্ড
থেকে আব্দুল্লাহপুর তার নিজ বাড়ী যাওয়ার
পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামে রফিকুল ইসলাম এর মুদী দোকানের সামনে একই এলাকার লিটন মিয়ার নেতৃত্বে সুফিয়ান, রাসেল সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। জাহিদুল ইসলাম তপু আত্মচিৎকারে দিপু ও রুবেল এগিয়ে আসলে সন্ত্রসীরা তাদের দুজনকে ও মারধর করে। মারপিটের এক পর্যায়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদের কে উদ্ধার করে গুরুত্ব আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন।
এঘটনায় মোঃ জাহিদুল ইসলাম তপুর বাবা
নুরুল হক ৪জনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে গজারিয়া থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো রইছ উদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।