04/20/2025 শামছুন্নাহার এর কবিতা- মনি মুকুট
সাহিত্য ডেস্ক।।
২৫ মে ২০২২ ০৩:৫৭
একটু আগে আসছি আমি
বাপের বাড়ি বেড়াবার,
কিছুদিন আগে বাপ মরেছে
দেখছি এসে ফাঁকা ঘর।
বাবা ছিলেন এ সংসারে
বীরপুরুষের মতো,
দাপিয়ে বেড়িয়ে আয় ইনকামে
সংসারটাকে ভরিয়ে রাখতেন ততো।
মা আছেন বিছানায় পড়ে
তাঁর সময়ও শেষ,
চলতে পারে না দেখতে পায় না
কোনোরকম দিন কাটছে
রহমত আল্লাহর অশেষ।
কখন জানি যায় ফুরিয়ে
বলা যায় না কিছু,
সেই মাকে বিদায় জানাতে হবে
যার আঁচল ধরে থাকতাম পিছু পিছু।
মা সবার চোখের মনি
বাবা ছিলেন মাথার মুকুট,
মনি মুকুটের অভাব বোধে
ভাসলো আমার দুকূল।
চোখের মনি হারিয়ে ফেলে
হতে হবে অন্ধ,
বাবাকে হারিয়ে ফেলে আজ
হয়ে গেছে বাবা ডাক বন্ধ।