04/20/2025 গজারিয়ায় টিভিএস হোন্ডা (বিক্রয় কেন্দ্র) শো-রুম উদ্বোধন
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
২৪ মে ২০২২ ০৮:০০
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর অবস্থিত গজারিয়ায় টিভিএস হোন্ডা (বিক্রয় কেন্দ্র) শোরুম উদ্বোধন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আনন্দ সিনেমা হল এর বিপরীত পাশে বোরহানউদ্দিন প্লাজায় টিভিএস হোন্ডা (বিক্রয় কেন্দ্র) শো-রুম উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকার সময় শোরুমের প্রোপাইটার মোঃ রিপন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, ভবেরচর, হাইওয়ে,অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, টিভিএস হোন্ডা কোম্পানির জিএম ইঞ্জিনিয়ার বদরুদ্দোজা, এরিয়া ম্যানেজার সেলস জোবায়ের চৌধুরী, সিনিয়র সার্ভিস ম্যানেজার ইসমাইল হোসেন, রাতুল মটরস মালিক মোঃ ফারুক হোসেন প্রমুখ।
শো-রুম প্রোপাইটর রিপন মোল্লা জানান টিভিএস হোন্ডা বাংলাদেশের যেকোনো শো-রুম থেকে যে মূল্যে পাওয়া যাবে একই মূল্যে গজারিয়ার এই শো-রুমেও হোন্ডা ক্রয় করা সম্ভব।