04/20/2025 ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন" দিনাজপুর জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পি কে রায়,স্টাফ রিপোর্টার।।
২২ মে ২০২২ ২১:০৯
‘ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (ডি ওয়াই ডি এফ) দিনাজপুর জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (২১ মে) বিকেলে দিনাজপুর পৌরশহরের রাজবাটী সুখ সাগরে পরিচিতি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সৌরভ অধিকারীর সভাপতিত্বে ও সংগ্রাম জয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা বিপুল সরকার সানি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি কুরবান আলী, মাহফুজুল ইসলাম আসাদ, বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তৃষ্ণা চক্রবর্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন সামিউর রহমান রিমন, লতিফুর রহমান, শাহরিয়ার সুমন, প্রফুল্ল কুমার জয়, বিজন কুমার দাস, ভরত রায় প্রত্যয়, মঈনুল ইসলাম রঞ্জু, প্লাবন, চয়ন ভৌমিক, বাঁধন সরকার, বিজয়, গোলাম মোস্তফা নিরব, বিক্রম সরকার,কাজল রায় প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সকলের পরিচিতি পর্ব শেষে সংগঠনকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি সৌরভ অধিকারী। এসময় জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী দুই মাসের মধ্যেই প্রতিটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি দাখিলের নির্দেশ প্রদান করা হয়।