05/04/2025 যশোরের সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের রাযহান'র মাতার ইন্তেকাল
মোঃ ওয়াজেদ আলী।।
২২ মে ২০২২ ২১:০৫
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড তোলাগোলদার পাড়ার গ্রামের রায়হান'র মাতা আঙ্গুরী বিবি (৬২) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)। জানাযায় তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। হঠাৎ শনিবার রাতে তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঐ দিন রাত ৯ টা ৩০ মিনিটে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তিনি ৩ ছেলে পুঁতা পুতনি অনেক কিছু রেখে গেছেন। মরহুমার নামাজের জানাজা সকাল ১০ টা ১৫ মিনিটে সতীঘাটা আশরাফুল মাদারিস মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমার নামাজের জানাজা শেষে তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মরহুমার নামাজের জানাজা পড়ান মুফতি অজিহুর রহমান। মরহুমার নামাজের জানাজা উপস্থিত ছিলেন, ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ এব্য সতীঘাটা আশরাফুল মাদারিস মাদরাসা মুফতি মাওলানা শাব্বির আহমেদ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লীগন।