04/20/2025 ওয়ালটনের অর্ধকোটির বেশি নগদ টাকা ও মালামাল উদ্ধার
মোহাম্মদ মাসুদ,চট্টগ্রাম প্রতিনিধি।।
১৯ মে ২০২২ ০৪:১৮
সিএমপির কোতোয়ালি থানার অভিযানে ওয়ালটনের অর্ধকোটির বেশি পরিমাণ নগদ টাকা ও মালামাল উদ্ধার করেছে। ওয়ালটনের নগদ ৩২,৮৯,০০০/-টাকা উদ্ধারের পর আরো ১৫,৪৫,৯৩৮/ টাকার মালামাল উদ্ধার।
পুলিশ সূত্রে জানা যায়,ওয়ালটনের অর্থ আত্মসাৎ এর ঘটনায় কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলা সংক্রান্তে আসামী গ্রেফতার এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের লক্ষে এসআই/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ২৯ এপ্রিল ২২ইং পাবনা জেলাধীন পাবনা সদর থানার হেমায়েতপুর ইউপি এলাকার পূর্ব পাড়া নিয়ামতউল্লাহপুর এলাকা হতে নূরজাহান বেগম (২৬) কে আত্মসাৎকৃত নগদ ৩২,৮৯,০০০/-টাকা সহ গ্রেফতার করেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক নূরজাজান বেগমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুসারে এস আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালি থানাধীন নন্দন কানন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ফারুকের ভাড়াকৃত গোডাউন হতে সর্বমোট ১৫,৪৫,৯৩৮(পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শত আটত্রিশ) টাকার মালামাল (ডিস্ট্রিবিউশন বক্স,এল ই ডি টিউব,বোলিং লাইট, প্রিজম লাইট,লাক্সার সিরিজ,মুন লাইট,সার্কিট ব্রেকার,সার্ফেস পেনেল লাইট,সেইফ পিয়ানো সুইচ সকেট, পিপল সিরিজ, ফ্লাড লাইট, সুপ্রিম লাইট, পি ভি সি টেপ,টেস্টার) উদ্ধার পূর্বক জব্দ করেন। জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলা তদন্ত অব্যাহত আছে।