04/20/2025 যশোর-খুলনা মহাসড়কের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৭
বিশেষ প্রতিনিধি।।
১৮ মে ২০২২ ০৯:৪১
খুলনা মহাসড়কের নর্থ বেঙ্গলগেট সংলগ্ন এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, এ ঘটনায় বাস ও ট্রাকের চালক-সহ ৭ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মে) দুপুর একটায় এ দুর্ঘটনায় ঘটে।
বাস ও ট্রাক দুটি মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও নওয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে দুইজন চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে যশোরগামী একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক খুলনাগামী পলাশ পরিবহন নামের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু গাড়ির চালক সহ ৬ যাত্রী আহত হন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতরা হলেন : যশোরের মোঃ মাহির (২১) ও তানিম হোসেন (২২), মনিরামপুরের জাহিদ হোসেন (২৩), ফকিরহাট উপজেলার অশোক মজুমদার (৬০), বেঙ্গলগেট এলাকার মুক্তি খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা (ট্রাক চালক) তসিকুল ইসলাম (৩৫) ও রাজশাহীর দৌলতদিয়ার বাসিন্দা (বাস চালক) শরিফুল ইসলাম (৪৫)।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৮৮২) এবং ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-২৭৫৬) জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।