04/20/2025 কবিতা "প্রিয়জন" কবি- মোহাম্মদ মাসুদ
সাহিত্য ডেস্ক।।
১৭ মে ২০২২ ২০:১৪
প্রয়োজন ছাড়া
প্রিয়জন নয়,
প্রয়োজনের টানেই
সৃষ্টি হয় প্রিয়জন।
স্বার্থের অর্থের হাট-বাজারে
মিছে-ছলনার আয়োজন।
বিপদ-অপদে দুর্দিন-দুষণে
পরিচয় মিলে কে ছিল কি?
কে ছিল কার প্রিয়জন?
কে কুজন আর কে সুজন?
প্রতিটি মানুষরেই থাকে
কোন না কিছুর প্রয়োজন,
প্রয়োজনেই বাঁচে প্রয়োজনেই হাঁসে
বিদায়ী-বিয়োগে প্রিয়জনই কাঁদে।
বাঁচিবার তরে কেউ দুরে কেউ কাছে
দুনিয়ার দুইদিনের সংসারে
তৈরি করে রাজপ্রাসাদ সিংহাসন।
প্রয়োজন ফুরাইলেই নাই পাশে,
প্রয়োজনে বেছে নেয় নিজের প্রিয়জন
কখনো ভালোবাসার টানে
কখনো টাকার মোহের ঘ্রাণে,
কখনো সাহায্য সহানুভূতি প্রদর্শনে
কখনো জনপ্রিয়তা স্মৃতি দর্শনে।
ভিন্ন কোন প্রয়োজনে ইত্যাদি ইত্যাদি।
লেখক -মোহাম্মদ মাসুদ।
স্থান- নিরবে নিজকক্ষে।
সময়-১৭মে,রাত-১২টার পর।