04/20/2025 কবিতা "আমি যে মরা শামুক" কবি- নাহার শিমু
সাহিত্য ডেস্ক।।
১৭ মে ২০২২ ২০:০২
সাগরের বুকে নৌকা নিয়ে ভাসিয়েছি জীবন তরীহয়তো সাগরের বুকে যাবো ডুবে,
আমি যে সাগরের বুকে নৌকা ডুব দিতে চাই
মুক্তা তুলে তোমার হাতে দেবো
নেবে?
ভয় পেও না, সাঁতার জানি আমি
উল্টে গেলে জাপটে ধরো তুমি।
হাসছো কেন?
তোমার সাথে সাথি হবো না আমি !
আমি যে খুব ক্ষুদ্র প্রাণী তোমার মত বড় প্রাণী কে আমি কি করতে পারি !!
আমি কি তোমাকে ছুতে পারি তুমিতো ধরাছোঁয়ার বাইরে তাইনা বল??
বড় মাপের বড় জিনিস ছুটে গেলে যে
রাঙা আকাশ লজ্জা পাবে শেষে।
মুক্তা গুলো আছে যেমন
নৌকা বাঁধা ঘাটও তেমন
আমার সাথে গেলে যে তোমার লজ্জা লাগবে তুমি যে বড়ো মাপের মানুষ আমি যে সাগরের বুকে মরা শামুক !!
আমার খুব ছোট্ট নীড় তোমার যে বড়ো অট্টালিকা।
ছোট্ট নীড়ে ছোট্ট বাসা তাই নিয়ে আমার অনেক আশা ।
পরের অট্টালিকা তা দিয়ে আমি করবোটা কি আমার যেটুকু আছে সাগরের বুকে মুক্ত সেটুকুই আমার ঢের ভাল আমি যে মরার শামুক।
লীলাবতীর কথন শুভকামনা নাহার শিমু
১৭/৫/২০২২, রাত ১.২২ মিনিট