04/20/2025 পটিয়ায় বয় সমিতির সভায় বক্তারা নুন্যতম মজুরি ৪০০ টাকা করার দাবি
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদাতা।।
১৭ মে ২০২২ ০১:২৩
চট্টগ্রামের পটিয়া কমিউনিটি সেন্টার বয় সমিতির সভা ১৬ মে সোমবার দুপুরে গাজী কনভেনশন সেন্টারে সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আলী হোসাইন পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়
শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোজাম্মল হক, বক্তব্য রাখেন,হাসেম মাঝি,আবদুল মাঝি,হোসেন মাঝি,সুলতান মাঝি,নুরুল ইসলাম, মোঃ আবদুল, মোঃ খোরশেদ, মোঃ মজিব,জাকির
মাঝি, করিম মাঝি প্রমুখ। সভায় বক্তারা বলেন,কমিউনিটি সেন্টারে বয়দের নুন্যতম ৪০০ টাকা মজুরি দেওয়ার দাবি জানান।আগামী ১ জুন থেকে এ দাবি মেনে নেওয়ার আহবান জানান।