04/20/2025 মনিরামপুরে দুই কৃতি সন্তান এবার জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পদে মনোনীত হয়েছেন
রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)।।
১৬ মে ২০২২ ০৬:৫৩
মনিরামপুরের দুই কৃতি সন্তান এবার জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের কমিটির শীর্ষ পদে মনোনীত হয়েছেন। এদের একজন শাহিনুর রহমান শাহিন। মনিরামপুরের কাশিপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। গত ১০ মে ঢাকা কলেজের ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন। অপরজন বিএম আলমগীর কবীরের বাড়ি উপজেলার হাকিমপুর গ্রামে। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মনিরামপুরের এ দুই কৃতি সন্তানের জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষপদে মনোনীত হওয়ায় তাদেরকে মনিরামপুর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
থানা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ মো: ইকবাল হোসেন এ দু ছাত্রনেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দায়িত্বশীল পদে থেকে তাঁদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের একটি সম্মানজনক অবস্থানে একদিন নিয়ে যাবে দলের নীতিনির্ধারকরা। দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মফিজও একই কথা বলেছেন।
জেলা বিএনপির নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মুছা এই দুই ছাত্রনেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তাঁরা মনিরামপুরবাসীর গর্ব। বর্তমান সরকার বিরোধী সাংগঠনিক সকল কর্মকান্ডে তাঁদের ভূমিকা যথাযথ ভাবে পালন করবে এটাই আশা রাখি।
থানা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম মিজানুর রহমান ও আসাদুজ্জামান মিন্টু বলেছেন, ছাত্রনেতা শাহিনুর রহমান এবং আলমগীর কবীর মনিরামপুরবাসীর গর্ব। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু আশা করবো। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সন্তোষ কুমার স্বর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ বলেন, মনিরামপুরের গর্ব এ দুই ছাত্রনেতাকে মনিরামপুর যুবদলের পক্ষ থেকে আর্শিবাদ। তাঁরা যেন সংগঠনের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারেন। বর্তমান সরকারের দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটাই মনিরামপুরবাসীর প্রত্যাশা।
থানা ছাত্রদলের আহবায়ক অলিয়ার রহমান এবং সদস্য সচিব জুয়েল এ দুই ছাত্রনেতাকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, শাহীন ও আলমগীর কবীর আগামী দিনের মনিরামপুর জাতীয়তাবাদী দলের পথ প্রদর্শক। আমরা আশা করবো, এ দু নেতা মনিরামপুরবাসীর জন্য আরো সম্মান অর্জন করবে।