04/20/2025 মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি আবদুল ফাত্তাহ, সম্পাদক পঙ্কজ কুন্ডু
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
১৫ মে ২০২২ ০৩:০৭
আজ শনিবার (১৪ মে) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক হিসাবে পঙ্কজ কুন্ডু নির্বাচিত হয়েছেন।
শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সকাল ১০ টায় মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুপ্তপূর্ণ বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
৭ বছর পরে অনুষ্ঠিতব্য মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ। উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মাগুরা-১ আসনের সংসদ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের ড. শ্রী বীরেন শিকদার সহ প্রমুখ।