04/20/2025 সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানে স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
১৫ মে ২০২২ ০৩:০২
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে জেলা ও মহানগর বিএনপি'র কার্যালয়ে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এ সময় গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব
আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা,মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির রাজু,সদস্য ডঃ মোঃ শহিদুজ্জামান, পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ সুমন, রফিকুল ইসলাম রিপন,মেট্রো থানা যুবদলের আহ্বায়ক খন্দকার সুমন, পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল মন্ডল,গাছা থানা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন
ভূইয়া প্রমুখ। সভা শেষে মরহুমের আত্মার
মাগফেরাত কামনা এবং দেশবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।