04/20/2025 চিরিরবন্দরে মাটির দেয়াল চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
১৪ মে ২০২২ ২২:৫৯
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর (নদী পাড়া) গ্রামে শনিবার (১৪ মে) সকালে টিউবওয়েল পারে মাছ কাটতে (ভৌত) করতে গিয়ে মাটির দেয়াল চাপা পরে সামসুন নাহার (৪৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাক এর স্ত্রী ছামসুন নাহার (৪৫) বাড়ির টিউবওয়েল পারে মাছ কাটতে গেলে সাথে থাকা মাটির ঘরের একটি দেওয়াল তার উপরে ভেঙ্গে পড়ে। এতে ছামসুন নাহার (৪৫) মাটির নিচে চাপা পড়েন। এসময় বাড়ির ও স্থানীয় লোকজন তাকে মাটি সরিয়ে তাৎক্ষনিক উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন
ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ মাটির দেওয়াল চাপা পড়ে ছামসুন নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।