04/20/2025 জনভোগান্তি লাগবে চলাচলে বিকল্প সড়কের নির্দেশ
মোহাম্মদ মাসুদ,চট্টগ্রাম প্রতিনিধি।।
১৩ মে ২০২২ ০৫:৪৭
ট্রাফিক বিভাগ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় যে,
কালভার্ট নির্মাণে জেরে আগামী বুধবার(১৩ মে)২২ইং হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে সকলপ্রকার যানবাহন চলাচলে বিকল্প সড়কের ব্যাবহারের নির্দেশ।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৩/০৫/২০২২খ্রিঃ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডে ঝাউতলা, রেলক্রসিং সংলগ্ন স্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। উক্ত উন্নয়ন মূলক কাজ চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে সকল প্রকার যানবাহন নিম্নোক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে।
যানবাহ চলাচল পরিকল্পনা :
(১) একেখান হতে জিইসি মুখী সকল প্রকার যানবাহন সমূহ আকবরশাহ মোড়/পাঞ্জাবী লেইন/ওয়ারলেস মোড় (মুরগির ফার্ম) হয়ে আমবাগান, টাইগারপাস রোড ব্যবহার করবে।
২) জিইসি থেকে একেখান মুখী ভারী যানবাহন সমূহ (বাস, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি) টাইগারপাস,আমবাগন রোড ব্যবহার করে চলাচল করবে।
৩) জিইসি থেকে একেখান মুখী পথে কেবলমাত্র হালকাযান সমূহ জরুরী প্রয়োজনে একমুখী চলাচল করতে পারবে।
যানবাহনের সুষ্ঠু নিয়ন্ত্রণের লক্ষ্যে সিএমপি ট্রাফিক বিভাগ, নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।
সহযোগিতায়ঃ ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।