04/20/2025 পটিয়া টেম্পু সমিতির নির্বাচনে ১৩ জনের মনোনয়ন দাখিল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
১২ মে ২০২২ ০৭:০১
চট্টগ্রামের পটিয়ায় টেম্পু-সিএনজি সমিতি রেজিষ্ট্রেশন নং ৭৩৫০/৩১০ ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে বিভিন্ন পদে ১৩ জন মনোনয়নপএ দাখিল করেছেন। ১১ মে বুধবার মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে সমিতির কার্য়লয়ে বিধিমালা অনুসরণ করে সমিতির নিয়ম অনুযায়ী এই ১৩ জন মনোনয়নপএ দাখিল করেছেন বলে সমিতির ম্যানেজার কে এম আমজাদ বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আগামী ৪ জুন পটিয়া টেম্পু-সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন।
এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক ও সদস্য পদের জন্য ৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সমিতির এ নির্বাচনে নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী। গত দুই বছর করোনার কারণে এ সমিতির নির্বাচন হয়নি। ফলে দীর্ঘদিন পরে পটিয়া অটো টেম্পো পরিবহন শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সাধারণ শ্রমিককরা খুশি বলে শ্রমিক সুএে জানাযায়।