04/20/2025 মণিরামপুর ঝাঁপা ইউনিয়নে হানুয়ার গ্রামের ৩ কিলো ২ টি রাস্তার বেহাল অবস্থা
মোঃ ওয়াজেদ আলী।।
১১ মে ২০২২ ০৭:০৫
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা ইউনিয়নে হানুয়ার গ্রামের প্রায় ৩ কিলো ২ টি রাস্তার বেহাল অবস্থা যার দেখার কেউ নেই?
জানাযায় ঝাঁপার ইউনিয়নের গ্রামের ২ টি ৩ কিলো রাস্তার পাকা তৈরি করনে জন্য দীর্ঘ ২ টি বছর ধরে খুড়ে রাখলেও তা পূর্ণ সংস্কারের কোন উদ্যোগ নেই কতৃপক্ষ। এতে দিকে হানুয়ার গ্রামের ও আশ পাশাপাশি গ্রামের জনগণের চলাচলের চরম বিপাকে যার দেখার কেউ নেই? ঐ গ্রামে অত্যান্ত কষ্টের জনগণ চলাচলের জন্য বড় বাধা হয়ে দাড়িয়েছে। এই ঘটনার বিষয় স্থানীয় জনগণের কাছে জানতে চাইলে বলেন, ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামে দুটি রাস্তা(৩ কিলো হবে) প্রাই দু বছর হতে চলেছে ঠিকাদার খুড়ে রেখেছে যা এটকু বৃষ্টি হলে হাটু পানি বেধে যায়৷ যার করনে জনসাধারনসহ প্রান্তিক কৃষকের সব চেয়ে বড় ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে৷ কৃষকের ফসলসহ শিক্ষার্থীদের ৩৫০মিটার রাস্তার পরির্বতে ২ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে৷ তাই মণিরামপুর বাসির কাছে আমাদের প্রানের দাবি চলতি বর্ষা মৌসুমের আগে যদি রাস্তা দুটি পাকা করন করা হয় তাহলে শিক্ষার্থীসহ প্রান্তিক কৃষকের সব ধরনে ভোগান্তির হাত থেকে রেহায় পাবে৷ এলাকাবাসী আরও জানান বর্তমান বর্ষার মৌসুমে রাস্তাটি পাকা করন করে এলাকার জনগণকে চলাচলের চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়। এ ঘটনার বিষয় এলাকা বাসী রাস্তাটি পূর্ণ সংস্কার করা জন্য জোর দাবী জানান।