04/20/2025 বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দলের চট্টগ্রাম সফরে মতবিনিময় সভা-সিএমপি
মোহাম্মদ মাসুদ,চট্টগ্রাম প্রতিনিধি।।
১১ মে ২০২২ ০৫:১৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের চট্টগ্রাম সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
অদ্য ১০ মে, ২০২২ খ্রিস্টাব্দ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
সভায় সফরকালীন সময়ে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। যে কোন ধরনের নাশকতা রোধে জরুরী পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে টিম গঠন করা ও তাদের করণীয়, অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের ভেন্যুতে প্রবেশ করা, টিকেট বিক্রয়, সকল সংস্থার ফোকাল পয়েন্ট নির্ধারণ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র্যাব, সিডিএ, চমেকহা, ফায়ারসার্ভিস, ওয়াসা, সিএএবি, রেডিসন ব্লু, বিসিবি ইত্যাদি দায়িত্বশীল বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।