04/20/2025 চাঞ্চল্যকর হত্যার অভিযুক্ত গ্রেফতার-কোতোয়ালি থানা
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম প্রতিনিধি।।
১১ মে ২০২২ ০৫:০৯
চট্টগ্রামের চাঞ্চল্যকর আসকার বিন তারেক (প্রকাশ ইভান)হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার-সিএমপি কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় কোতোয়ালি থানা টিম কর্তৃক আসকার বিন তারেক (প্রকাশ ইভান) হত্যা মামলার প্রধান অভিযুক্ত সৌরভ দাশ কে ১০-০৫-২০২২ খ্রি: ফেনী, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানাধীন উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া এলাকা হতে সকাল ০৬.০০ ঘটিকার সময় গ্রেপ্তার করে।
এখন পর্যন্ত উক্ত হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো পলাতক জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।