04/20/2025 চিরিরবন্দরে সফল কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
৯ মে ২০২২ ০৪:৪৯
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সফল কৃষক আনিসুল হক শাহকে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। ৮ মে রবিবার বিকেল ৫ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের মাধ্যমে আমন মৌসুমের জন্য কৃষিযন্ত্র বিতরণ করেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার গুহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা শারমিন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ ফারুক হাসান, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলিম সরকার।