04/20/2025 যশোরের কুয়াদার আল- আমিন সড়ক দূর্ঘটনায় নিহত
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার।।
৯ মে ২০২২ ০৪:১৪
যশোরের মণিরামপুর উপজেলা কুয়াদা জামজামি গ্রামের আল-আমিন নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং গুরুত্বর আহত হয়েছেন মটর সাইকেল আরোহী একজন। শুক্রবারে যশোর শহরের বস্তাপট্টি মোড়ে সোহাগ পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। জানাযায়, নিহত আল আমিন যশোর সদর উপজেলার কুয়াদা জামজামি গ্রামের আইয়ুব আলীর ছেলে। মোটর সাইকেলে থাকা একই গ্রামের আতাউর রহমানের ছেলে তূর্য। তারা কালো রঙের একটি হিরোহোন্ডা মোটর সাইকেল যোগে মনিহারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বস্তাপট্টি মোড়ে আসা মাত্র মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের বাসের সাথে ধাক্কা খায়। বাসের সামনের অংশ মোটরসাইকেলের উপর৷ উঠে যায় এবং ঘটনার স্থানে আল- আমিন মারাত্মক ভাবে জখম হলে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় তুর্যকে হাসপাতালে ভর্তি করা হয়।