04/20/2025 গজারিয়ায় লোকাল মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
৮ মে ২০২২ ০৬:৪১
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার পর কর্মস্হলে যাওয়ার পথে ভাড়া নৈরাজ্যে যাত্রীদের ভোগান্তি। ভবেরচর বাসস্ট্যান্ডে মিনি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানা যায়।এতে ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে যাওয়ার পথে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় করায় ভোগান্তি স্বীকার হচ্ছে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন ঈদের কারণে তারা মনে হয় ভাড়া বৃদ্ধি করেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকামুখী মানুষের অতিরিক্ত চাপ এই সুযোগে কতিপয় লোকাল গাড়ি গুলো ভাড়া বৃদ্ধি করে দিয়েছে। আর বিপাকে পড়তে হচ্ছে ঈদ মুখী যাত্রীদের দীর্ঘদিন ঈদের ছুটির পর তারা ঢাকায় ফিরছে তাই কিছু করার নেই বেশি বালা দিয়েই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে।