04/20/2025 শহীদ আহসান উল্লাহ মাষ্টারে ১৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর প্রতিনিধি।।
৮ মে ২০২২ ০৫:৩১
স্বাধীনতা পদকপ্রাপ্ত, মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি 'র ১৮তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে তার কবর জিয়ারত ও কোরআন তেলওয়াতে মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং দুপুরের টঙ্গীর নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও কাউন্সিল নুরুল ইসলাম নূরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাষ্টারের সুযোগ্য সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো জাহিদ আহসান রাসেল, এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আজমত উল্লাহ খান,সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, অধ্যক্ষ মো ওয়াদুদুর রহমান, কাউন্সিল নাসির উদ্দীন মোল্লা, যুবলীগ নেতা বিল্লাহ হোসেন মোল্লা, সেচ্ছাসেবক নেতা মো মামুনুর রশীদ মোল্লা, গাজীপুর মহানগর ছাত্র লীগের সভাপতি মো মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল,টঙ্গী সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি কাজী মনজুর প্রমুখ। এ সময় বক্তারা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের বর্নাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং শহীদ আহসান উল্লাহ মাষ্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।