04/20/2025 যশোরের সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ জামাতের সহিত সম্পন্ন
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার।।
৪ মে ২০২২ ০২:০৩
যশোর সদর উপজেলা সতীঘাটা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ জামাতের সহিত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে সতীঘাটা কেন্দ্রীয় ঈদগা মাঠে এই ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। জানাযায়, যশোরের সতীঘাটা কেন্দ্রীয় ঈদগা মাঠে দুই বছর পরে এই ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ জামাতের সহিত আদায় করা হয়েছে। এ বিষয় সকল মুসল্লীগণ জানান এবার ত্রিশ রোজা শেষ করে আমরা সকল মুসল্লীগণ আজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় সময় পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের সহিত আদায় করেছি আমরা সবাই আল্লাহ তায়ালা কাছে শুকরিয়া আদায় করেছি আমিন। আমরা এবার ত্রিশটি রোজা রেখেছি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে তা পালন করতে সক্ষম হয়েছি। আল্লাহ তায়ালা কাছে শুকরিয়া আদায় করেছি আল্লাহ তায়ালা সকল মুসল্লীদের রোগ ব্যাধি বিপদ আপাদ ও সমস্ত গোনাহ মাফ করে দিও। আমিন, পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ান এবং দোয়া পরিচালনা করেন, কামালপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মোঃ সাইফুল ইসলাম।