04/20/2025 ”১৩নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের” উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন
মণিরামপুর প্রতিনিধি।।
১ মে ২০২২ ১৯:২৬
যশোরের মণিরামপুরে ১০০ দুস্থ্য পরিবারের মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরন করেছে “১৩নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ”। গত শনিবার (৩০ই এপ্রিল) বিকালে ৪টার সময় যশোরের মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনের উপদেষ্টাদের সহযোগিতায় এই ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
প্রবাসে থেকেও সংগঠনের হয়ে সার্বিক সহযোগিতা করেন ১৩নং খানপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সভাপতি মোঃ হোসেন আলী, সাধারন সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত।
এ সময় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এম এ হালিম(সভাপতি,জাতীয় পার্টি,মনিরামপুর উপজেলা শাখা) ১৩নং খানপুর ইউনিয়ন প্রাবাসী পরিষদের ডঃমিজানুর রহমান(প্রধান উপদেষ্টা), রফিকুল ইসলাম(উপদেষ্টা),আব্দুর রউফ(কার্য-নির্বাহী সদস্য),মনজুর রহমান (শিক্ষক) ও স্থানীয় সুধী ব্যাক্তিবর্গ।
সংগঠনের প্রধান উপদেষ্টা ডঃ মিজানুর রহমান বলেন,এই সংগঠনের হয়ে বাইরে থেকেও মোঃ হোসেন আলী, ইয়াসির আরাফাত সহ সকল সদস্য বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে, তিনি আরো বলেন, আপনারা যে কোন সমস্যায় আমাদের বলবেন আমরা সার্বিকভাবে সমাধানের চেষ্টা করব। আপনারা এই সংগঠনের সকলের জন্য দোয়া করবেন। প্রদানকৃত ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে ১কেজি সেমায়,১কেজি চিনি,২প্যাকেট দুধ,১প্যাকেট নুডুলস ও সাথে একটি করে ইফতারের প্যাকেট প্রদান করা হয়।