04/20/2025 যশোরের রামনগর স্কুল পাড়ার রাস্তার বেহাল অবস্থা, যার দেখার কেউ নেই
মোঃ ওয়াজেদ আলী।।
২৮ এপ্রিল ২০২২ ১৭:৪৯
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে ০৩ নং ওয়ার্ড রামনগর স্কুল পাড়া কেন্দ্রীয় মসজিদের পাশেই রাস্তার বেহাল অবস্থা যার দেখার কেউ নেই ? জানাযায়, রামনগর ইউনিয়নের রামনগর স্কুল পাড়া কেন্দ্রীয় মসজিদের পাশেই রাস্তার কয়েক বছর ধরে বৃষ্টি পানি স্থানীয় বসত বাড়ীর ময়লা পানি গুলো জমে রাস্তায় থাকা অবস্থায় জনগণ চলাচলের চরম র্দুভোগে স্বীকার। স্থানীয় বসবাসরত মানুষ ও গরু গোসল তাদের বাড়ীর আসবাবপত্র সমস্ত ধোঁয়া ময়লা পানি গুলো রাস্তায় জমে থাকা অবস্থায় তার থেকে পঁচা র্দুগন্ধে পরিনত হয়েছে।রাস্তার উপর জমে থাকা মযলা পানি দ্রুত সংস্কার না করলে এলাকা জনগণ চলাচলের চরম বিপাকে। এই ঘটনার বিষয় স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, আমরা দীর্ঘ দিন ধরে আমাদের পরিবার নিয়ে চরম বিপাকে আছি। সরকারী রাস্তার উপর জমে থাকা অবস্থায় পানি গুলো সংস্কার করতে গেলে বিভিন্ন ধরনের জনগণের বাঁধা সৃষ্টি হতে হচ্ছে। এই ঘটনার বিষয় স্থানীয় গ্রামবাসীরা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সংস্কারের জন্য এক জায়গায় বসে আলোচলা করা হলে তারা রাস্তার উপর জমে থাকা ময়লা পানি সংস্কার আশ্বাস দেন। স্থানীয় জনগণ আরও জানান স্থানীয় কিছু অসাধু ব্যক্তির কারণে রাস্তার উপর জমে থাকা ময়লা পানি সংস্কারের বাঁধা মূল কারণ হয়ে দাড়িয়েছে। ফ্লাট বাড়ীর করছে তারা তাদের বাড়ীর ব্যবহার করা পানি চলাচলের জন্য ড্রেন তৈরি করছে ঠিক কিন্তু সেই পানি গুলো সংস্কারের জন্য কোন ড্রেন তৈরি করা নেই তাহলে সেই পানি গুলো রাস্তায় জমে থাকায় জনগণের চলাচলের মূল বাঁধা কারণ হয়ে দাড়িয়েছে। কিন্তু সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। এ ঘটনার বিষয় স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর জমে থাকা ময়লা পানি সংস্কারের জোর দাবী জানান।