04/20/2025 প্রধানমন্ত্রীর ইদ উপহার ৬৭ টি ঘর পেলো শালিখার গৃহহীনেরা
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
২৮ এপ্রিল ২০২২ ১৩:০০
মাগুরার শালিখায় ৬৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদের বিশেষ উপহার ঘর।
গত মঙ্গলবার উপজেলা মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুজ্জামান উপকারভোগীদের হাতে ঘরের দলিল, চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সংযুক্ত থেকে এর আগে ঘরের চাবি হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুননেছা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, শালিখা প্রেসক্লাবের সভাপতি সরদার ফারুক আহমেদ সহ অন্যান্য।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সঞ্চালনায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন ঘরের চাবি ও দলিল পেয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা পাশাপাশি নতুন ঘরের চাবি, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভূমিহীন ও গৃহহীনরা।