04/20/2025 চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন এস এম ইয়াকুব আলী
মোঃ শাহ্ জালাল
২৮ এপ্রিল ২০২২ ১০:০৯
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিলেন এস এম ইয়াকুব আলী
মণিরামপুর (যশোর):
মণিরামপুরে দিনমজুর খোরশেদ বিশ্বাসকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পৌরশহরের রোকেয়া কিনিকে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে এ সহায়তা প্রদান করেন সাংবাদিক তাজাম্মূল হুসাইন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নরিম উদ্দীন মালী, নাজমুল ইসলাম প্রমুখ।
জানা যায়, মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামের মৃত সেদু বিশ্বাসের ছেলে খোরশেদ আলম পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের ন্যায় দিনমজুরীর কাজ শেষে বাড়ি ফেরার পথে তার ডান পায়ে পেরেক ফুটে গুরুত্বর আহত হয়। ঠিকমত চিকিৎসা করাতে না পেরে সেখান থেকে ইনফেকশন হয়ে পঁচন শুরু হয়। এরপর ডাক্তারের পরামর্শে তার ডান পা কেটে ফেলতে হয়। চিকিৎসার জন্য যে আর্থিক খরচ তার পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির কথা আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীকে জানাইলে তার চিকিৎসার সহায়তায় এগিয়ে আসেন।
অসুস্থ্য খোরশেদ বিশ্বাস বলেন, এস এম ইয়াকুব আলী আমার চিকিৎসার জন্য টাকা দেওয়ায় তার কাছে চিরকৃতজ্ঞ। আমার বিপদের দিনে তাকে পাশে পেয়ে খুবই ভালো লাগছে।
এস এম ইয়াকুব আলী বলেন, খোরশেদ বিশ্বাসের চিকিৎসার আর্থিক সহায়তার জন্য আমাকে জানাইলে তাৎক্ষণিক তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। তা ছাড়া আর্তমানবতার সেবা পরম ধর্ম। সেই উপলবদ্ধি থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো এভাবেই আর্তমানবতার সেবায় কাজ করে যেতে চাই। মানুষের জন্য কিছু করতে পারা, এটা যে কোন মানুষের জন্য বড় পাওয়া। এ পাওয়ার মধ্যেই আমি আমার শান্তি খুঁজে পাই।