04/20/2025 টঙ্গীতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
২৮ এপ্রিল ২০২২ ০৯:২৮
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। ঈদ বয়ে আনুক সবার মাঝে অনাবাদি হাসি আর আনন্দ। ছিন্নমূল , অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন স্কুলে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ট্রাস্টের সভাপতি বেগম শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আজমত উল্লাহ খান।ট্রাস্টের সদস্য সচিব ও আওয়ামী নেতা মো শহিদুল্লাহ, সদস্য ডা জালাল আহমেদ, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, মকবুল হোসেন, কবির আহমেদ,হ্যাপি আক্তার প্রমুখ।সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মো হেলাল উদ্দিন। ঈদ উপহারের মধ্যে ছিল, চাল, ডাল,তৈল,চিনি,সেমাই, সাবান ইত্যাদি।