04/20/2025 যশোরের রূপালী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী।।
২৮ এপ্রিল ২০২২ ০৭:৫১
মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা রূপালী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার যশোর শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে এই গ্রাহক সমাবেশ ও ইফতারী মাহফিলের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুপালী ব্যাংকের ডিজিএম রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী (রুরাল ইলেবট্রিক বোর্ড) মোস্তফা কামাল ও দৈনিক গ্রামেরকাগজ পত্রিকার সম্পাদক মবিনুল ইসলাম মবিন। এস.এম আর রোড শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরার চাউলিয়া শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মশিউল আজম সোনা ও জাহাঙ্গির আলম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।