04/20/2025 মানবতার সেবা সংঘের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মানবতার সেবা সংঘের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২ ১৬:২৬
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। চলছে সিয়াম সাধনার মাস রমাদান, আসন্ন ইদ উপলক্ষে মানবতার সেবা সংঘের এক ঝাঁক তরুন নিয়ে গঠিত সংগঠনের দক্ষ জনবল।
অসহায় পিছে পড়া জনগোষ্ঠি পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা, তারই ধারাবাহিকতায় আজ মাগুরার বিভিন্ন অঞ্চলের বেশ কিছু প্রতিবন্ধদের পাশে দাঁড়ালেন মানবতার সেবা সংঘ।
সমাজে পিছিয়ে পড়া এই সব প্রতিবন্ধী খুজে বের করে আজ সংগঠনের সদশ্যরা তাদের মাঝে তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রী।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনটিকে সহযোগিতা করেন মোঃ রেজাউল করিম, মেম্বার, ২ নং ওয়ার্ড ধনেশ্বগাতি ইউনিয়ন।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম নিলয় ও কবির হোসেন, সভাপতি জুলফিকার আলী সহ মানবতার সেবা সংঘের সদশ্যবৃন্দ।
মানবতার সেবা সংঘের সভাপতি জুলফিকার আলী সংবাদ মধ্যমকে জানান, মানবতার সেবা সংঘ একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন, আমরা বেশ কিছুদিন ধরে এলাকা ও এলাকার বাইরে অসহায় পিছে পড়া জনগোষ্ঠি সাথে যোগাযোগ করে তাদের অসুবিধার কথা চিন্তা করে পাশে দাঁড়ানোর চেষ্ঠা করছি, আমরা সরকার ও বিভিন্ন সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করে অসহায়, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহযোগিতার মাধ্যমে মানবতার সেবা সংঘ কে সাধারণ মানুষের সংগঠনে রুপ দিতে চাই। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী।