04/20/2025 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করলেন এম.পি শিখর
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করলেন এম.পি শিখর
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২ ০৩:৪১
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। আজ শনিবার মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা।
উদ্ধোধন ও আলোচনা সভা শেষে উপজেলার ৮ টি ইউনিয়নের প্রায় ১ হাজার ২০ জন কৃষকের মাঝে ঊবশী আউশ জাতের ৫ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপিও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতারণ করা হয়। এরং একই সাথে ৭ টি সিডার, ৭টি বেস্ট প্লান্টার, ১ টি কম্বাইন হার্ভেস্টার,পাওয়ার থ্রেসারও বিতরণ করা হয়।