04/19/2025 অভয়নগরে ২৪টি কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে ছাই
অভয়নগরে ২৪টি কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২২ ১৫:০৮
কে.এম আলী।।যশোরের অভয়নগর উপজেলার
প্রাণকেন্দ্র নওয়াপাড়ায় ২৪ টি ক্ষুদ্র কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গত শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতি হয়ছে
কুটির শিল্প কারখানা মালিকদের।
কারখানা গুলোতে কাঠের পিড়ি, বেলন, চামচ, রিহাল সহ কাঠের তৈরি বিভিন্ন জিনিস পত্র তৈরী করা হতো।
প্রত্যক্ষদর্শী সাউদার্ন ইংলিশ মিডিয়াম স্কুলের নৈশ প্রহরী সাইফুল ইসলাম জানান,
শুক্রবার রাত আনুমানিক ১টার সময় স্কুলের পাশে কামাল হোসেনের কারখানায় প্রথমে আগুন জ্বলতে দেখে সে
চিৎকার করতে থাকে এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন দ্রুত সবগুলা কারখানায় ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ কারখানা মালিক
শফিকুল ইসলাম (৩৭) জানান, আমার আটটি কারখানা সম্পুর্ন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ বিকাশ দাস(৩৫) জানান,আমার একমাত্র সম্বল কারখানাটি পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।আমি সমিতি থেকে ঋণ নিয়ে কারখানা করেছিলাম এখন আমি কিভাবে চলাবো, কিভাবে
ঋণের টাকা পরিশোধ করবো?
আজাদ সমিলের মালিক সাজ্জাদ হোসেন জানান, তার সমিলের জমিতে পাশাপাশি থাকা কুটির শিল্পকারখানা গুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, শুক্রবার মধ্যরাতে আনুমানিক ১ টার সময় নওয়াপাড়া পীরবাড়ির পিছনে কয়েকটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারনা করছি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে আগুন লাগার অনেক পরে আমাদের খবর দেওয়ার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।