04/20/2025 আল-নূর এসোসিয়েশন সহ সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
আল-নূর এসোসিয়েশন সহ সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২২ ১৬:৪৯
মনোয়ার হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীতে ২০২১ সালের নভেম্বর মাসে আল-নুল এসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠিত হয়। মিজানুর রহমান লিটন এর উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্নে মিজানুর রহমান লিটন কে সভাপতি ও রাজেশ ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১২০ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। কিন্তু সম্প্রতি সংস্থাটির সহ সভাপতি সাইফুল ইসলাম তার নিজের একক সিদ্ধান্তে সংস্থার বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য নিজে থেকেই ব্যয় করে আসছে । এছাড়াও সংস্থাটির সভাপতি মিজানুর রহমান লিটন তাকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তিনি সংস্থাটির নিজস্ব নামে কোন ব্যাংক একাউন্ট হিসাব নাম্বার খোলেননি।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পা হারানো ওয়াসিমের জন্য সংস্থাটির সহ সভাপতি সাইফুল ইসলাম বিভিন্ন মাধ্যম থেকে ৩৬ হাজার টাকা সংগ্রহ করে কিন্তু ওয়াসিমকে দেয়া হয় মাত্র ২২ হাজার টাকা। বাকি টাকা সাইফুল ইসলাম আত্মসাৎ করে, বিষয়টি সংস্থাটির অন্যান্য সদস্যদের দৃষ্টিগোচর হলে সাইফুল ইসলাম নিজেই সংস্থাটির সভাপতি দাবি করে বসে।
এ বিষয়ে সংস্থাটির সভাপতি মিজানুর রহমান লিটন বলেন,সমাজের দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে আল-নূর এসোসিয়েশন সংস্থাটি আমরা প্রতিষ্ঠা করি। কিন্তু স্বল্প সময়ে সংস্থাটির সহ-সভাপতি সাইফুল ইসলাম সংস্থার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পড়ে, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে সাইফুল ইসলাম নিজে থেকেই সংস্থাটির দায়িত্ব ও অফিস দখল করে নেই । কেননা যে ভবনটিতে আল-নুর এসোসিয়েশন সংস্থার কার্যালয় সেই ভবনটি সাইফুল ইসলামের ভারা নেওয়া।
অভিযোগের ভিত্তিতে সংস্থাটির সহ-সভাপতি সাইফুল ইসলামকে মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি ফোন না তোলায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য যে আল নুর এসোসিয়েশন সংস্থার কোন নিবন্ধন না থাকায় সহ সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছেনা সংস্থাটির পরিচালনা পরিষদ।