রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের বলাই নাঘোসায় গড়ে ওঠা সমাজে পিছে পড়া জনগোষ্ঠির পাশে থাকা উন্নয়ন মূলক সংগঠন মানবতার সেবা সংঘ সেই দুস্থ অসহায়া শতখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী রাবেয়া বেগমের স্থায়ী একটি গৃহ নির্মাণের সকল দায়িক্ত কাঁধে তুলে নিলেন।
আজ শনিবার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর হেলাল উদ্দিন জহির ও স্থানীয় ডাঃ আব্দুল আজিজ সহ স্থানীয় গণ্যমাণ্য বক্তিকে নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম নিলয় পরিবারটির সাথে সৌজন্য মূলক সাক্ষাত করতে যান, এবং প্রতিশ্রুতিবদ্ধ এই কাজটি দ্রুত শেষ করার আশা ব্যক্ত করেন।
আগামি মঙ্গলবার থেকে ঘরের কাজটি শুরু করবেন বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম নিলয় দৈনিক সমসাময়িক কে বলেন, মানবতার সেবা সংঘের সকল কাজে আপনাদের সকলের সহযোগিতার কামনা করছি এবং সংগঠনের মূল কাজ অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো, আজ স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে পরিবারটির সবচেয়ে প্রয়োজনীয় স্থায়ী একটি গৃহ নির্মাণের মধ্যদিয়ে কাজটি শেষ করতে চাই। আমি ও আমার সংগঠন আপনাদের কাছে দোয়া প্রার্থী।
আজ শনিবার বিকালে ১নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন জহির, ডাঃ আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম নিলয় সহ সংগঠনের সদশ্যবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।