স্টাফ রিপোর্টার।। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের জয়পুর ফতেহ্ আলী ফাজিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে পণ্য বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন ভিয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথিমক শিক্ষা সহকারী ইন্সটেক্টর নূর বক্ত, ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপষ কুমার রায় সানু ও সংরক্ষিত নারী ইউপি সদস্য ভারতি রাণী রায়, ইউপি সদস্য মিজানুর রহমান, লোকনাথ চন্দ্র রায়, মোঃ আব্দুর রহিম, কমল চন্দ্র রায়সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সাধারণ সদস্যবৃন্দ।
এসময় ভিয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক "২ হাজার ৩ শত জন উপকারভোগীর কাছে তিন পর্যায়ে স্বল্প মূল্যে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হবে।
এতে প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিতরণে ৪৬০ টাকা খরচ হবে ফ্যামিলি কার্ডধারীদের"।