পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামে দুলাল বড়ুয়া গং এর আদালতে বিচারাধীন জায়গা জোরপূর্বক দখল পায়তারা করছে মর্মে অভিযোগ উঠেছে। এ সংক্রান্তের বিষয়ে ঐ এলাকার সুখেন্দু বড়ুয়ার ছেলে দুলাল বড়ুয়া বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রটে আদালতে রাজু বড়ুয়া বিক্রম জিৎ বড়হয়া, আকাশ বড়ুয়ার বিরুদ্ধে গত ১২ ফেব্রæয়ারি মিছ মামলা নং ৯২/২২ দায়ের করে। আদালত মামলাটি শুনানি শেষে তদন্তপূর্বক নালিশী ভুমি ও মালিকানা বিষয়রে স্ক্যাচ ম্যাপসহ প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী কমিশনার (ভুমি) পটিয়া এবং নালিশী ভুমিতে পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাবস্থা নেওয়ার নিদের্শ দেন পটিয়া থানার ওসি কে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় বিচারাধীন জায়গা প্রতিপক্ষ বিবাধীগন গত ৩০ মার্চ (বুধবার) জোর পূর্বক ইট বালি কংক্রিট মজুদ করল দখলের পায়তারা চালালে এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় লোকজন উক্ত জায়গা দখল -বেদখল নিয়ে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে। ভুক্তভোগী দুলাল বড়ুয়া গং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ও পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার হস্তক্ষেপ কামনা করেছেন।বাদী দুলাল বড়ুয়া অভিযোগ করে বলেন, জায়গা রাজু বডুয়ার দখল স্থিতি তাদের পক্ষে দেখাতে সন্রাসী দলবল নিয়ে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দেওয়া হয়েছে। কেউ তা ভঙ্গ করলে আইনুনাগ ব্যাবস্থা নেওয়া হবে।