মণিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে গরীব, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষের মাঝে এ সহায়তা প্রদান করেন। বৃহস্পিতবার এস এম ইয়াকুব আলীর গ্রামের বাড়ী আগরহাটিতে বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই গরীব ও অসহায় নারী-পুরুষ আসতে থাকেন। কেউবা নছিমনে, কেউবা ভ্যানে চড়ে, আবার কেউবা হেঁটে হেঁটে, এ যেন হৃদয় স্পৃর্শী এক অবর্নণীয় দৃশ্য।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, এস এম ইয়াকুব আলী একজন রাজনৈতিক নেতা না হয়েও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য দীর্ঘদিন ধরে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং দিচ্ছেন। সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিত।
এস এম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধুর দর্শন চিন্তা-চেতনা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের পাশপাশি বিত্তমানদের সমাজের দুস্থ্য অসহায মানুষের পাশে এগিয়ে আসতে হবে। এতে দেশের অসহায় মানুষ উপকৃত হবে।
বিতরণকালে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো, সাবেক কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, সাংবাদিক অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, আব্দুল্লাহ সোহান, তাজাম্মূল হুসাইন, মুস্তাকিম সাকিব, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, সাবেক ইউপি সদস্য ফরিদ হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, ব্যবসায়ী জিয়াউর রহমান, রিপন হোসেন, রায়হান আলম দ্বীপ প্রমুখ।