আশরাফ হায়দার।। বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্মার শান্তি কামনা করছি।
তাঁর জন্ম অজানা আর তিনি মৃত্যুবরণ ১৯৭৫ সালের ৩০ মার্চ। তিনি ছিলেন একজন সেরেস্তাদার, ব্রিটিশ ভারতের গোপালগঞ্জ দেওয়ানী আদালতের নথি সংগ্রহের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা।
তাঁর পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা। লুৎফুরের বাবা শেখ আবদুল হামিদ, ছিলেন শেখ বোরহানউদ্দিন ও শেখ কুদরোতুল্লাহর বংশধর। তিনি সায়েরা খাতুনকে বিয়ে করেন। লুৎফর ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতামহ। তিনি চাকরির খোঁজে বাড়ি ছেড়ে যান। বর্তমান গোপালগঞ্জ দেওয়ানি আদালতে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।
মধুমতি নদীর উপর গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের সংযোগকারী সেতুটি তাঁর নামে নামকরণ করা হয় শেখ লুৎফর রহমান সেতু, যা ২০০০ সালের ২৩ ডিসেম্বর তাঁর নাতনী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। (সম্পাদিত, তথ্য গুগোল)
লেখক: সদস্য, যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ,ঢাকা
Email
[email protected]
৩০ মার্চ ২০২২