04/20/2025 একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় পিতা- মাতার করুন আকুতি
একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় পিতা- মাতার করুন আকুতি
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২২ ১৭:৩৩
মণিরামপুর প্রতিনিধি।।মণিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ভরতপুরবাসী আবু তাহেরের এক মাত্র ছেলে সন্তান আবু তাওহীদ হার্টের সমস্যা ভুগছে। চিকিৎসার জন্য ২ লক্ষ টাকার প্রয়োজন। ডাক্তারের পরামর্শ দ্রুত অপারেশন না করলে হঠাৎ করে জীবনের বাতি নিভে যেতে পারে যে কোন সময়। একমাত্র ছেলেকে বাঁচাতে মা খাদিজা ও বাবা তাহের বিভিন্ন মহলে ছুটাছুটি শুরু করে সহযোগিতার আহবান করছেন। সমাজের বিত্তবান ও বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠনের প্রতি অনুরোধ আপনারা আপনাদের অবস্থান থেকে তাওহীদকে বাঁচাতে এগিয়ে আসুন।
+8801908-922152 (তাওহীদের মা খাদিজা) সরাসরি যোগাযোগ করুন।