নিউজ ডেস্ক।।প্রতিনিয়ত রাজধানীতে ঘটে চলছে হত্যার ঘটনা, ছিনতাইকারী সন্ত্রাসীরা প্রায় সময়ই হত্যা করে চলছে,গত পরশুদিন আওয়ামী লীগ নেতা ও এক কলেজ ছাত্রীকে হত্যা করে,এর আগে সেনাবাহিনীতে কর্মরত এক কর্মচারীকে হত্যা করে, আজ এক চিকিৎসককেও হত্যা করে।
সন্ত্রাসী ও ছিনতাইকারীদের বুকের পাটা এত বড় হয়েছে যে তারা প্রকাশ্যে মানুষের সামনে মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করছে না,তাই প্রশাসনকে আরও কঠোর হতে হবে, অপরাধীদেরকে শক্ত হাতে দমন করতে হবে।
সরকারি কর্মচারী ডাক্তার এরা আমাদের দেশের সম্পদ, তাই এদেরকে কেউ হত্যা করার চেষ্টা করলে বরদাস্ত করা হবে না শক্ত হাতে দমন করা হবে।
এই সকল অপরাধীদেরকে দমন করতে, জনগণকেও এগিয়ে আসতে হবে,যেখানে এ ধরনের ঘটনা দেখবেন,সবাই ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদেরকে শক্ত হাতে দমন করে,আইনের হাতে তুলে দেবেন।
উল্লেখ্যঃ-
রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে দন্ত চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল নিহত হয়েছেন,পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন।
রবিবার (২৭শে মার্চ) ভোর ৫টার পর শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে,ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহতাব উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,ভোর ৫টার পর শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে বুলবুল গুরুতর আহত হন,পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিসি আরও বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।
ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন,সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন,শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন।